রেক্সপোজড হয়ে জিতে নিন একেবারে নতুন স্যামসাং রেক্স

 

Rex 70স্যামসাং রেক্স সিরিজের ফোন বাজারে চালু হবার পর থেকে স্মার্টফোন বাজারে ব্যাপক পরিবর্তনের ছোয়া লেগেছে। আকর্ষণীয় সব স্মার্ট অ্যাপ্লিকেশন সম্বলিত রেক্স মোবাইল ফোনগুলোতে রয়েছে স্মার্ট ইউজার ইন্টারফেজ, দ্রুত ওয়েব ব্রাউজিং সুবিধা, ১০ টি প্রিলোডেড ফুল গেম, সোশ্যাল অ্যাপ্লিকেশন সহ দারুণ ফেদার টাচ অভিজ্ঞতা এবং স্মার্ট ডুয়াল সিম যা আপনার চিন্তাধারা এবং কাজ করার পদ্ধতি বদলে দিবে। আর এই সবই পাওয়া যাচ্ছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। তবে এখন যদি কেউ এই অসাধারন সিরিজের কোন ফোন কিনতে চান, তাহলে কিছুদিন অপেক্ষা করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অংশগ্রহন করতে পারেন “বি রেক্স পোজড” প্রতিযোগিতায়। রেক্স সিরিজের ফোনগুলো কেনার জন্য আদর্শ, তবে প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়াটা আরো অনেক বেশি রোমাঞ্চকর!

‘বি রেক্সপোজড” প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহন করতে পারবে। স্যামসাং এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/samsungmobilebangladesh এ নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অংশগ্রহন করতে পারবেন। প্রতিযোগিরা মনে করতে পারেন যে কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দেবার মাধ্যমেই প্রতিযোগিতা জেতা সম্ভব হবে। তবে, এবার তাদের অবাক হবার পালা, কারণ স্যামসাং রেক্স ৬০/৭০/৮০ জিতে নিতে প্রতিযোগিদের সব ভুল উত্তর দিতে হবে। যে প্রতিযোগি সবচেয়ে বেশি ভুল উত্তর দিতে পারবে সে “রেক্সপোজড” হবার সম্মান লাভ করবেন অর্থাৎ রেক্স ৬০/৭০/৮০ জিতে নিতে পারবেন। ১০ দিনে ৫ টি পর্বে পরিচালিত হবে প্রতিযোগিতাটি যেথানে প্রতি পর্বে এক জন বিজয়ী নির্বাচিত হবে। বিজয়ীদের ছবি “রেক্সপোজড” সিল সহ স্যামসাং এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে  অন্যান্য সেলিবেট্রিদের মতো আপলোড  করা হবে। প্রতিযোগিতাটি শুরু হয়েছে এপ্রিল ১৩, ২০১৩ তারিখ থেকে এবং শেষ হবে এপ্রিল ২৩, ২০১৩ তারিখে।

পার্বত্যনিউজ/এমএইচপি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন