রেফারি-খেলোয়াড় হাতাহাতি, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর খেলোয়াড় কল্যাণ সমবায় সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রেফারি-খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
চরম উত্তেজনা ও বাকবিতন্ডার খেলায় নির্ধারিত সময়ে ফলাফল ১-১ গোলে ড্র হওয়ায় কক্সবাজার সদরের জালালাবাদ কিংস ও চকরিয়া উপজেলার খুটাখালীর শেখ জামাল ক্লাবকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মধ্যম নাপিতখালী খেলার মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, সহ-সভাপতি হাজি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর সালা উদ্দিন সেতুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে রেফারি ও খেলোয়াড়দের হাতাহাতির একপর্যায়ে বাকবিতন্ডা ও উত্তেজনা দেখা দিলে মেয়র মুজিবুর রহমান মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন।