রেললাইন প্রকল্পের ঘুমধুম অংশ পরিদর্শন রেলমন্ত্রীর

fec-image

চট্রগ্রামের দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্পের ঘুমধুম অংশ পরিদর্শনে আসেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। ২৩ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক চত্বর হয়ে গাড়ি যোগে রেললাইনের জন্য পূর্ব নির্ধারিত ঘুমধুমের স্থানসমূহ পরিদর্শন করেন মন্ত্রী।

তিনি এ অংশ দেখে সন্তুোষ প্রকাশ করেন। মন্ত্রী রেললাইনের জন্য নির্ধারিত জায়গা ঘুরে-ফিরে দেখেন এবং দ্রুত সময়ের মধ্যে রেললাইনের কাজ শুরু করা হবে বলেও জানান উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দকে।

এ সময় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,রাজাপালং ইউপির  নং ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও জেলা-উপজেলার দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন