রোনালদোর চোখে দেখা গেছে অশ্রু

fec-image

দীর্ঘদিন পর শিরোপা জেতার আনন্দ বুঝি এমনই হয়। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে দেখা গেছে অশ্রু। পর্তুগালের দ্বিতীয় নেশনস লিগ জয় ছাপিয়ে তিনিই হয়ে ওঠেন মধ্যমণি।

বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে পর্তুগাল-স্পেন নেশনস লিগের ফাইনাল হয়েছে বেশ রোমাঞ্চকর। পিছিয়ে পড়া পর্তুগালকে ম্যাচে ফেরান রোনালদো। ১২০ মিনিট পেরিয়ে ২-২ গোলে শেষ হয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। নেশনস লিগের দ্বিতীয় শিরোপা জয়ের মাধ্যমে রোনালদো প্রতিযোগিতামূলক ফুটবলে জিতেছেন ৩৪তম শিরোপা। তবে পর্তুগালের জার্সিতে এটা তাঁর কেবল তৃতীয় শিরোপা।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদো যে শিরোপা গত রাতে জিতেছেন, সেটা জিততে ৬ বছর অপেক্ষা করতে হয়েছে। পর্তুগালের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদো তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘পর্তুগালের জার্সিতে জেতাটা সব সময়ই বিশেষ কিছু। ক্লাবের হয়ে আমার অনেক ট্রফি আছে। কিন্তু পর্তুগালের হয়ে জেতার চেয়ে বড় কিছুই হতে পারে না। এই যে চোখে জল, সেটা শিরোপা জয়ের। এসব কাজে অনেক আনন্দ।’

পর্তুগালের জার্সিতে ২০০৩ সাল থেকে খেলছেন রোনালদো। আর ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর—এই পাঁচ ক্লাবের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে পর্তুগিজ ফরোয়ার্ডের।

ক্লাব ক্যারিয়ারে গোলের বন্যা তো বইয়ে দিয়েছেন। পর্তুগালের জার্সিতে ১৩৮ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর। সবকিছু ছাপিয়ে দেশের জার্সিতে খেলতে নামলে রোনালদো অনেক গর্ব অনুভব করেন।

পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘পর্তুগালের হয়ে কথা বলতে গেলে অন্য রকম একটা অনুভূতি কাজ করে। এই প্রজন্মের অধিনায়ক হওয়াটাও অনেক গর্বের ব্যাপার। জাতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়া সর্বোচ্চ সাফল্য।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রোনালদো
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন