রোনালদোর ৮৫০তম গোল, আল নাসরের বড় জয়

মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে বেশ চাপে ছিল আল নাসর। সেখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে দলটি। এর পেছনে বড় অবদান রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে গোল ৬ গোল করে আল নাসরের সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন সময়ের সেরা এই তারকা।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজমের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে আল আসর। এই ম্যাচে একটি গোল করে দলের জয়ের পাশাপাশি নিজেও একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় আল-নাসর। তবে ম্যাচের লিড পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। রোনালদোর অ্যাসিস্টে নাসরকে লিড এনে দেওয়া গোলটি করেন এই সৌদি উইঙ্গার আব্দুলরাহমান গারিব। বিরতিতে যাওয়ার আগেই গোল ব্যবধান দ্বিগুণ করেন রোনালদোরা। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে আব্দুল্লাহ আল-খাইবারি তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধান নিয়ে এরপর নাসর বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরেই অবশ্য একটা গোল শোধ করে আল-হাজম। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় আল-নাসর। এই গোলটি করতে পারতেন রোনালদো নিজেই। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ানটু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। এরপর পাস বাড়ান ফাকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এই তারকা।
দুই গোলে অবদান রাখা রোনালদোও অবশ্য গোলশূন্য থাকেননি। ম্যাচের ৬৮ মিনিটে ক্যারিয়ারের ৮৫০তম গোল পূরণ হয় রোনালদোর। গারিবের পাসে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এরপর সাফল্যের দেখা পান সেনেগালের তারকা সাদিও মানে। তার গোলেই ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে আল-নাসর।
দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আরেকটি দারুণ দলগত পারফরম্যান্স! আমরা উন্নতি করতে থাকব। এগিয়ে চলো আল নাসর… ক্যারিয়ারে ৮৫০ গোল এবং চলতে থাকবে!’
সৌদি লিগের এবারের মৌসুমে আল নাসরের এটি টানা তৃতীয় জয়। আর এই তিন ম্যাচে হ্যাটট্রিকসহ সব মিলিয়ে ছয় গোল করেছেন রোনালদো। তিনি আছেন আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে।