রোয়াংছড়িতে গরু চুরির অভিযোগে চার যুবক আটক, গরু উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড তারাছা তালুকদার পাড়ার বাসিন্দা উচপ্রু মার্মার ছেলে মংউচিং মার্মার (৪০) গরু চুরির অভিযোগে ৪ যুবককে জনতার আটক করে রোয়াংছড়ি থানার পুলিশের হাতে সোপর্দ করেছেন।
গত ৩০ অক্টোবর বুধবার রাতে সাড়ে ১১টা দিকে তারাছা তালুকদার পাড়া এলাকার গার্ডার সেতুর পাশে এই ঘটানা ঘটে।
আটক ব্যক্তিরা হচ্ছেন আলেক্ষ্যং ইউনিয়নে ৬নং ওয়ার্ডের সুর্যবান পাড়া বাসিন্দার লক্ষী কুমার তঞ্চঙ্গ্যার ছেলে উজ্জল বিকাশ তঞ্চঙ্গ্যা (১৯), ৪নং নোয়াগতং ইউনিয়ন ২নং ওয়ার্ডের আন্তাহা পাড়া বাসিন্দার মৃত মলিন কুমার তঞ্চঙ্গ্যা ছেলে হীরাময় তঞ্চঙ্গ্যা (২৪), বান্দরবান পৌরসভা ১নং ওয়ার্ড টাইগার পাড়া বাসিন্দার নাং তঞ্চঙ্গ্যা ছেলে জীৎবাবু তঞ্চঙ্গ্যা (১৯), ভূতাংহা তঞ্চঙ্গ্যা ছেলে মঙ্গল কান্তি তঞ্চঙ্গ্যা (৩০)।
এছাড়া ২নং তারাছা ইউনিয়নে ২নং ওয়ার্ডের সিনাই পাড়া বাসিন্দার হামাজন ত্রিপুরা ছেলে গরু চোরের মূল পরিকল্পনাকারি ও প্রধান আসামি সেভাষ্টিন ত্রিপুরা (২৪) জনতার হাতে ধরা পড়ার অবস্থা দেখে সুকৌশলে তিনি পালিয়ে যান। তাকে আটক করতে পারেননি। তিনি পলাতক রয়েছে।
স্থানীয় মেম্বার উচিংমং মারমা ও পুলিশের সূত্রে জানা গেছে, ১টি গৃহপালিত লাল রংয়ের ষাড় গরু ২নং তারাছা ইউপিস্থ ২নং ওয়ার্ডের তারাছা ব্রীজের নিচে বেধে রাখা ছিল।
এক পর্যায়ে রাতে বেলা সেভাষ্টিন ত্রিপুরা চুরি করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ১নং ওয়ার্ডে ছাইঙ্গ্যা দানেশ পাড়ায় স্থানীয় লোকজন দেখে সন্দেহ লাগলে সাদা রংগে চার ঢাকার বলেরো মাহিন্দ্রা (চান্দের গাড়ি) গাড়িতে একটি গরু ও ৫ জনের মধ্যে ৪ যুবকসহ আটক করে। চোরাই কাজে ব্যবহৃত বলেরো মাহিন্দ্রা নং: (ঢাকা-মেট্রো-ব-১১-৪০৮৮৬)। অনুমানিক গরু মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। পরে গরুটি সনাক্ত করে প্রকৃত মালিককে ফেরিয়ে দিতে চাইলে চোরাই যাওয়া গরু হওয়ায় থানা খবর দিয়ে রোয়াংছড়ি থানা পুলিশকে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চোরের অভিযোগে গরু মালিক মংউচিং মার্মা থানা মামলা ডায়ের করছে। চোরের অভিযোগে ৫ জনের মধ্যে ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। সেভাষ্টিন ত্রিপুরা নামে একজন পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।