রোয়াংছড়িতে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শ্যামল তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নে এক নারীকে জুম ঘরে ধর্ষণের পর হত্যার ঘটনায় শ্যামল তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্যামল তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
রবিবার (৬ মার্চ) বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ইউনিয়নের ২নং মা মারমা নামে এক নারীকে ধর্ষণের পর হত্যা করেন শ্যামল তঞ্চঙ্গ্যা।
এসপি বলেন, ঘটনার পর ভিকটিমের ছেলে উশৈসিং মারমার লিখিত অভিযোগে চারজনকে আসামি করে রোয়াংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নামে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুল আসামীকে গ্রেফতার করা হয়।
জেরিন আক্তার আরও জানান, শ্যামলকে আদালতে তোলা হলে তিনি ওই নারীকে ধর্ষণ ও হত্যায় একাই জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন।
উল্লেখ্য গত ৪ মার্চ নোয়াপতং ইউনিয়নের পাহাড়ের এক জুম ঘরে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ