রোয়াংছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও


বান্দরবানের রোয়াংছড়িতে বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় দিকে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর ইসলাম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী,ছাত্র-জনতার সমন্বময়ে গঠিত মনিটরিং কমিটি প্রধান সমন্বয়ক ও রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী, শিক্ষার অফিসার মো. কামাল উদ্দিন আহম্মদ, আনসার ও ভিডিপি কমান্ডার মো. রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মংতোক মারমা, হিসাব রক্ষণ অফিসে সুপারটেন্ডেন্ট জ্যোতি বিকাশ তঞ্চঙ্গ্যা, সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, বর্ডার গার্ড প্রতিনিধি, পূজা মণ্ডপের মনিটরিং কমিটি সদস্য উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গান্ধী লাল তঞ্চঙ্গ্যা, পূজা মন্ডপের মনিটরিং কমিটি সদস্য ছাত্র প্রতিনিধি, পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক রুপন পালসহ আরো অনেকে।
পরিদর্শন কালে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্গাপুজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে। অন্যদিকে উপজেলা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠন মিলে হিন্দুদের দুর্গাপূজা অনুষ্ঠান উপলক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) মংহাইনু মারমা ও সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক গান্ধী লাল তঞ্চঙ্গ্যা সহ ইউনিয়ন ও উপজেলা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।