রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের মধু পূর্ণিমা উদযাপন

fec-image

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা জাকজমকপূর্ণভাবে উদযাপন করছে মধু পূর্ণিমা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী ও কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রোয়াংছড়ি উপজেলা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পিন্ডদান, মধু দানসহ নানান দানাদি সহ প্রার্থনার জন্য জড়ো হতে থাকে।

ধর্মপ্রাণ শত শত নর-নারীরা বৌদ্ধ বিহারে গিয়ে বুদ্ধকে অনুসরণ করে মধু পূজা পাশাপাশি ধর্মীয় সভায় সমবেত হয়ে প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এছাড়া পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় সভা ও বুদ্ধ-কীর্তনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মলম্বীরা বলেন, গৌতম বুদ্ধ বনে বর্ষা যাপন কালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত। বিভিন্ন জায়গা থেকে বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত। এ সময় বনের একটি বনর হস্তীরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তারও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে। ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন পারিলেয়া বনে। হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পূণ্যময় একটি দিন। তাই এইদিনটিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন