parbattanews

রোহিঙ্গাদের অধিকার অস্বীকার করা অব্যাহত রেখেছে মিয়ানমার

মিয়ানমার এখনো নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের মৌলিক নাগরিকত্ব অধিকার অস্বীকার করে আসছে। একটি নাগরিক গ্রুপ বৃহস্পতিবার এ তথ্য জানায়।

ব্যাংক ভিত্তিক ফোর্টিফাই রাইটস গ্রুপ এই তথ্য প্রকাশ করে যে মিয়ানমার সরকার তাদের জুনিয়র কর্মকর্তাদের এই নির্দেশ দিচ্ছে যে তারা যেন কারা ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের জন্য ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) ইস্যু করে।

গ্রুপটি জানায়, ‘বাঙালি লোকদের’ (রোহিঙ্গাদের জন্য তারা এই পরিভাষাটি ব্যবহার করে) এনভিসি ইস্যু করার দাযিত্ব দেয়া হয়েছে ওই অফিসারদেরকে।

ওই গ্রুপটি রোহিঙ্গাদেরকে পূর্ণ নাগরিক অধিকার দেয়ার দাবি জানিয়েছে।

গ্রুপটি জানায়, এনভিসি গ্রহণ করার জন্য রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ।

ফোর্টিফাই রাইটস জানায়, মিয়ানমার সরকার দেশে অবস্থিত বাস্তুচ্যুত লোকদের ক্যাম্পগুলো গুটিয়ে দিতে চাইছে।

জাতিসংঘ রোহিঙ্গাদেরকে বিশ্বের অন্যতম নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। তারা উত্তর রাখাইনে পরিকল্পিতভাবে নির্যাতনের শিকার হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার বাহিনীর নির্যাতনের কারণে সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়েছে।

আইসিজের রায় ২৩ জানুয়ারি

মিয়ানমার বাহিনীর এই নৃশংসতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা হয়েছে। বুধবার ওই আদালত জানায়, গাম্বিয়ার দায়ের করা ওই মামলার অন্তর্বর্তী আদেশ দেয়া হবে ২৩ জানুয়ারি।

Exit mobile version