parbattanews

রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মূখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

সোমবার(২২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার কুতুপালং ১৭নং ক্যাম্পে পৌঁছে। ওখানে অবস্থিত ওয়াচ টাওয়ারে উঠে রোহিঙ্গা শিবির পর্যবেক্ষণকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংক সরকারকে দেড়শ মিলিয়ন ডলার সহযোগিতা করেন। আর এসব টাকার ৯০ ভাগ ব্যয় করা হবে স্থানীয়দের সেবায়। এরপর ইউনিসেফের অর্থায়নে আরটিএম হাসপাতাল পরিদর্শনে যান। ওখানে রোহিঙ্গাদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সাথে কথা বলেন। এছাড়াও মন্ত্রী ক্যাম্প ৮ ওয়েস্ট অবস্থিত এমএসএফ হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরকেও চিকিৎসা সেবা দেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণকে। রোহিঙ্গারা যাতে সু-চিকিৎসা পায় এ ব্যাপারে নজর রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি হেলথ স্পেয়ালিস্ট এইচএমপি গ্লোবাল প্রাকটিস ডা. বুশরা বিনতে আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা) ডা. মহিদ উদ্দিন ওসমানি, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়া, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. আবদুল মতিন ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মন্নান ও ক্যাম্প ইনচার্জ আবু সালেহ মুহাম্মদ ওবাইদুল্লাহ। মন্ত্রী সন্ধা ৬ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।

Exit mobile version