parbattanews

রোহিঙ্গাদের জন্য জবাবদিহি আদায়ে আমরাই সক্ষম: মিয়ানমার রাষ্ট্রদূত

জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থাকে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মো তুন বলেছেন, “মিয়ানমার সরকার কারও প্রতি কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন সহ্য করবে না। আমাদের সরকার জবাবদিহির বিষয়টি সমাধানে সক্ষম।”

জাতিসংঘের বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের উপস্থাপন করা প্রতিবেদনের জবাবে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রোহিঙ্গা মুসলিমদের অধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক আদালতে নেয়ার যেকোনো পদক্ষেপ আমরা প্রত্যাখ্যান করছি।”

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের উপস্থাপন করা ওই প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ধারাবিবরণী যুক্ত রয়েছে। সেখানে বলা হয়েছে যে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্রোহ দমন অভিযানে ‘গণহত্যার কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।

এতে আরও বলা হয়, অভিযানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় এবং ৭ লাখ ৪০ হাজারের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে পালিয়ে যেতে হয়।

সূত্র: ঢাকা ট্রিবিউন

Exit mobile version