parbattanews

রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতের বিএসএফ

পার্বত্যনিউজ ডেস্ক:

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে গত ৩১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮৭ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৭৬ জনকে ইতোমধ্যে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন জনিয়েছে।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিএসএফ’র বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সংস্থাটি’র মহাপরিচালক কে কে শর্মা বলেন, ‘রোহিঙ্গা বেশ জটিল একটি ইস্যু। আমাদের নীতি হলো তাদেরকে গ্রেফতান না করে পুশব্যাক করা।

ভারতের প্রবেশের চেষ্টাকালে কাউকে গ্রেফতার করা হলে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তখন তাকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করতে হয়। তাই আমরা শুধু পুশব্যাক করছি।’

শর্মা বলেন, যতটুকু জানি, বাংলাদেশে ৯-১০ লাখ রোহিঙ্গা আছে। এবং এদের ভারতে ছড়িয়ে পড়ার আশংকাও উড়িয়ে দেয়া যায় না।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এ পর্যন্ত যেসব রোহিঙ্গাকে আটক করছে তাদের কেউই কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত নয় বলে শর্মা স্বীকার করেন।

অবশ্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে যে কিছু রোহিঙ্গার সঙ্গে আইএস বা এলইটি’র মতো সন্ত্রাসী সংগঠনের যোগ রয়েছে।

শর্মা আরো জানান যে বাংলাদেশ-ভারত দিয়ে অনুপ্রবেশকারী লোকজনের মুখের গড়ন দেখে তাদেরকে আলাদা করার মতো দক্ষ নয় বিএসএফ সদস্যরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সীমান্তের নাজুক স্থানগুলোতে আরো পাঁচ ব্যাটালিয়ন সেনা মোতায়েনের প্রস্তাব দেয়া হয়েছে।

 

সূত্র: south asian monitor

Exit mobile version