parbattanews

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিলেন বান্দরবান জেলা আ’লীগ

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

“মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন” এ প্রতিপাদ্য নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াল বান্দরবানবাসীর পক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগ।

জানাগেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির নির্দেশনায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দু-ভাগে ভাগ হয়ে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বুধবার নাইক্ষছড়ি উপজেলার চাকঢালা, বড় চনখোলা, সাপমারা ঝিড়ি, দো-ছড়ি, ঘুমধুম এলাকায় আশ্রয় নেয়া ২৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণে অংশ নেয় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, উপদেষ্টা কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী, সহ-সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের ইপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুনধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version