রোহিঙ্গাদের সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্রে জাতিসংঘ মহাসচিব

fec-image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৮-তে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ), দুপুরে কক্সবাজারে অবতরণের পর রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।
এরপর লার্নিং সেন্টার পরিদর্শন শেষে তিনি আরসিএমসিতে গিয়ে রোহিঙ্গাদের ঐতিহ্য নিয়ে ধারণা নেন এবং আরসিএমসি ঘুরে দেখেন।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
বিকেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসও যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, এরপর জাতিসংঘ মহাসচিবসহ লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিবেন।
বড় ইফতারকে ঘিরে অংশগ্রহণকারী রোহিঙ্গাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, সকাল ১০টা থেকে ইফতারের স্থল ক্যাম্প-২০ এর ডেমো হিলে প্রবেশ করতে থাকেন তারা।
ইফতার শেষ করে রাতে ঢাকায় তাঁর ফিরে যাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন