parbattanews

রোহিঙ্গাদের সাথে জাতিগত বিদ্বেষমূলক আচরণ করছে বার্মা: অ্যামনেস্টি

পার্বত্যনিউজ ডেস্ক:

দীর্ঘ দু’বছরব্যাপী তদন্তের পর আরাকানের রোহিঙ্গাদের সাথে জাতিগত বিদ্বেষমূলক আচরণ করছে বার্মা এমন অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে ১০০পৃষ্ঠা সম্বলিত এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির কর্মকর্তারা।

সংগঠনের গবেষণা পরিচালক অ্যানা নেইস্ট্যাট জানান, বার্মা সরকারের বর্ণবাদী আচরণে আরাকানে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসছে।

প্রতিবেদনে আরো বলা হয়, রোহিঙ্গাদের সাথে মানবতাবিরোধী অপরাধ করছে বার্মা সরকার এবং সরকারের বিভিন্ন সামরিক বাহিনী।

বর্মী সেনাদের নির্যাতনে বাংলাদেশে চলে যাওয়া রোহিঙ্গাদের ঘরবাড়ি বর্তমানে আরাকানের অবস্থাকে ভুতুড়ে পরিস্থিতির জন্ম দিয়েছে বলে তুলে ধরা হয় প্রতিবেদনে।

এছাড়া অবিলম্বে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে মর্যাদার সহিত তাদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে নিতে বার্মা সরকারের প্রতি সংস্থাটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Exit mobile version