৩৩ ক্যাম্পের শরণার্থীরা একজোট

রোহিঙ্গারা ফিরতে চান মাতৃভূমিতে

fec-image

কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ উপজেলাস্থ ৩৩ ক্যাম্পের রোহিঙ্গা একজোট হয়ে সুশৃঙ্খলভাবে ফিরতে চায় নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে।
আজ মঙ্গলবার ৪-মার্চ সকাল সাড়ে ১১টার দিকে কুতুপালং লাম্বাশিয়ার একটি মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা কমিউনিটি ফর পিচ এন্ড রিপার্টিশন (আরসিপিআর)র চেয়ারম্যান মাষ্টার দিল মোহাম্মদ।
এসময় শিক্ষক, মৌলভী, যুব প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, অংশ নেন আরপিসি আর-এর প্রায় ২ শতাধিক সদস্য।
মানবিক আশ্রয় দেওয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, ক্যাম্পে শান্তি-ঐক্য বজায় রেখেই আমাদের মাতৃভূমি আরাকানে সুশৃঙ্খলভাবে ফিরতে চাই। আমরা মাতৃভূমিতে ফিরে যেতে কূটনীতিক পর্যায়ে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করে বাপ-দাদার ভূমিতে ফিরতে বাংলাদেশ সরকারসহ, ইউএনএইচসিআর ও জাতিসংঘের জোরালো ভূমিকা প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, আমরা অনেক দিন বাংলাদেশে থেকেছি, আর থাকতে চাই না। মিয়ানমারের আরকান আমাদের দেশ, দেশ বিদেশে যারা আছে সবাই মিলে মিয়ানমারে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন