parbattanews

রোহিঙ্গা ইস্যু সমাধানে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে

উখিয়া প্রতিনিধি:

বাংলাদেশ আহলে সুন্নাহ্ ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ্ (ম.জি.আ.) মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠির উপর অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,  তাদের নাগরিত্ব প্রদান করে মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য সরকারকে কূটনৈতিক পর্যায়ে লবিং বাড়াতে হবে।

বুধবার (০৪ অক্টোবর) দুপুরে উখিয়ার বালুখালী ২ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, আঞ্জুমান খুদ্দামুল মুসলেমিনের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ নুর হোছাইন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ এসএম. ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন, অধ্যাপক আ.ক.ম মুবিন প্রমুখ।

এর আগে বাংলাদেশ আহলে সুন্নাহ্ ওয়াল জামাতের সহযোগিতায় আঞ্জুমান খুদ্দামুল মুসলেমিনের উদ্যোগে ২ হাজার বিপন্ন রোহিঙ্গাদের মাঝে ৫ টন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Exit mobile version