রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরসা কমান্ডার আটক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি আরসার এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রোববার (২৫ আগস্ট) বিকেলে অভিযান পরিচালনা করে ২০ নম্বর (এক্স.) রোহিঙ্গা ক্যাম্পের এস-৩-বি-২ ব্লক থেকে তাকে আটক করা হয়।
আটক আরসা সন্ত্রাসী হাফেজ এনায়েত উল্লাহ (৩৭) ৪ নম্বর ক্যাম্পের সি ব্লকের আলী আহমদের ছেলে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, এই আরসা কমান্ডার একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় দুটি মামলা রুজু আছে।
মো. ইকবাল জানান, দেহ তল্লাশি করে তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এজাহার দায়েরপূর্বক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।