parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন

কক্সসবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি দোকান পুড়ে গেছে।

২৮ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লক-ডি এর মাছ বাজারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার আগে পার্শ্ববর্তী রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. এমদাদুল হক জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। এতে একটি ইলেকট্রিক দোকান ও একটি ভাঙ্গারীর দোকান পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি।

এর আগে ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহতসহ আহত হয়েছে ৪শ জনের অধিক। ১০ হাজারের অধিক বসতি পুড়ে যায়। এখনো নিখোঁজ রয়েছে ৫শ জনের অধিক।

Exit mobile version