parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়, ৫টি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫টি আধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। অভিযানকালে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে উখিয়া এবং টেকনাফে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদগুলো উদ্ধার করে এপিবিএন।

ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলি বিনিময়ের পর এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে বিদেশি ১টি অত্যাধুনিক অস্ত্র ও ৪৯১টি তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ানো হয়েছে ।

Exit mobile version