রোহিঙ্গা ক্যাম্পে সাপের কামড়ে একজনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন মাছকারিয়ারবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলি জোহর (৩৭) কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের ই-৫৮ ব্লকের মো. ইউছুপের ছেলে।
জানা গেছে, আগের দিন বৃহস্পতিবার (১ আগস্ট) রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ার বিলে বানের পানিতে মাছ ধরতে যান রোহিঙ্গা আলি জোহর। পরদিন শুক্রবার সকালে কিনারে ভেসে আসা তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ওই রোহিঙ্গার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদহটি উদ্ধার করে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে বলে জানিয়েছেন ওসি।