রোহিঙ্গা ক্যাম্পে ৩০ ভরি স্বর্ণ ও ইয়াবাসহ আটক ১
টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে কোস্টগার্ড জওয়ানরা।
জানা যায়, ৯ আগস্ট রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন একটি ভাড়া বাসায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সোহেল রানার নেতৃত্বে জওয়ানেরা অভিযান চালায়। এসময় বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ নীর আহমদের পুত্র মো. রফিক (৩৫) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদক ও স্বর্ণসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সোহেল রানা এই অভিযান ও মামলা দায়েরের পর আসামি থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।