parbattanews

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের তিন সদস্য

কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের তিন সদস্যের প্রতিনিধি দল।

গত তিন দিন ধরে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে শুনানি শুরু হয়। মিয়ানমারের মিলিটারি বাহিনীর পক্ষে ছাফায় গাইতে অংসান সুচি আদালতে উপস্থিত হয়।

গণহত্যা হয়নি বলে মিথ্যা সাক্ষী দিলে বিশ্বের বিভিন্ন দেশ তার বিরোধীতা করেন। মিয়ানমার সরকার ২০১৭ সালে রোহিঙ্গাদের উপর গনহত্যা শুরু করলে প্রাণ বাচাঁতে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারপর থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করে।

মিয়ানমারের এই গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া সরকার নভেম্বরে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলায় রোহিঙ্গাদের উপর হওয়া বিভিন্ন কথা উল্লেখ করা হয়। রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের সরকার প্রধান অং সান সুচি মিলিটারি বাহিনীর পক্ষে ছাফাই গাইতে আন্তর্জাতিক আদালতে উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষী দেয় বলে জানান রোহিঙ্গারা।

শনিবার সকাল ১১ টায় প্রতিনিধি দলটি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ ওয়েস্ট সিআইসি অফিসের কনফারেন্স রুমে নির্যাতিত বিশ জন নারী -পুরুষের সাথে কথা বলেছেন।

নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালত থেকে গনহত্যার বিচারের সাক্ষ্য প্রমাণ নিতে নতুন তদন্ত কমিটি রোহিঙ্গা ক্যাম্পে আসবে বলে জানান, তিন সদস্যের এই প্রতিনিধি দলটি। অবশেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর দুপুর ২টার সময় প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন।

তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আইসিসি লিগ্যাল এইড অফিসার ইনা আলেকজান্দ্রা, ফিল্ড কো অডিনেটর গেবিলা গনজালেঝ, আউটরিচ অফিসার গ্রেটাবারবোন।

Exit mobile version