parbattanews

রোহিঙ্গা গণহত্যায় ইসরায়েল দায়ী: হারেৎজ

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক হারেৎজ জানিয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞে ইসরায়েলের ভূমিকা রয়েছে। গত রবিবার “ইসরায়েল, পার্টনার ইন জেনোসাইড” নামে একটি মতামত প্রকাশ করে হারেৎজ।

দৈনিকটির উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যেখানে মিয়ানমার সরকারের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করে দিয়েছে সেখানে ইসরায়েল রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা নির্যাতন চালানোর জন্য মিয়ানমার সেনা বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে।

‘জাতিগত শুদ্ধি অভিযানে’ লিপ্ত সরকারগুলোর কাছে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তেল আবিবের ভূমিকা সম্পর্কে সাবেক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের এ দৈনিকটি আরো জানিয়েছে, এর আগে ১৯৯০ এর দশকে রুয়ান্ডা ও সার্বিয়ার কাছেও অস্ত্র পাঠানো হয়েছিল।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াং ইসরায়েল সফর করে সেখানকার অস্ত্র নির্মানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেন।

Exit mobile version