কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

fec-image

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি বন্দুকসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ মে) ২৩:২০ ঘটিকায় গােয়েন্দা তথ্যের ভিত্তিতে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ক্যাম্পের নিরাপত্তা দায়িত্বে নিয়ােজিত উখিয়া সেনা ক্যাম্পের দুটি টহল দল ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ টহল কর্তৃক কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের হেডমাঝির বাসায় অভিযান চালানো হয় ।

অভিযানের সময় ঘটনাস্থল হতে একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, উক্ত ঘটনার সময় মাে. আব্দুল গণি পলাতক ছিলেন ।

১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক নিপু জানান, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন, সেনাবাহিনী ও ৮ এপিবিএন শরণার্থী চেয়ারম্যান মাস্টার মো. আব্দুল গনির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া আর্মি ক্যাম্পের টহল কর্তৃক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি পুলিশকে হস্তান্তর করা হয়। এ বিষয়ে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন