parbattanews

রোহিঙ্গা জসিম হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার

কক্সবাজার উখিয়ার ক্যাম্প-১০ এ মো. জসিম (২৫) নামক রোহিঙ্গা যুবক হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-৯, ব্লক- এফ/১ এর নজির আহম্মদের ছেলে মো. একরাম উল্লাহ (৩০), ক্যাম্প-১০, ব্লক- এফ/৩১ এর মৃত আনু মিয়ার ছেলে মো. শাকের (৩৮), এফ/১০ এর কালা হোসেনের ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭) ও হামিদ হোসেনের ছেলে আমির হোসেন (১৯)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প-৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ অক্টোবর ২৫-৩০ জনের মতো দুষ্কৃতিকারী মো. জসিমকে গুলি করে হত্যা করে।

সে ক্যাম্প-১০, ব্লক- এফ/৩৪ এর মৃত আব্দুল গফুরের ছেলে।

পরে নিহত জসিমের মা বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। যার উখিয়া থানার মামলা নং -৮৮।

তিনি আরো জানান, ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জসিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ৮ এপিবিএন জোর তৎপরতা শুরু করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

Exit mobile version