parbattanews

রোহিঙ্গা নির্যাতন নিয়ে মিয়ানমার সেনাবাহিনীতে তদন্ত কমিটি

ডেস্ক প্রতিবেদন:

রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে গণহত্যা ও জাতিগত নিধনের জন্য অভিযুক্ত মিয়ানমারের সেনাবাহিনী।

গত ২৫ আগস্ট থেকে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সেনাবাহিনীর ওই অভিযানকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘ।

নির্যাতিত রোহিঙ্গা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসব নির্যাতনের ঘটনার অভিযোগ করা হচ্ছে।

তবে মিয়ানমারের পক্ষ থেকে এসব অস্বীকার করা হলেও অভিযানে সেনাসদস্যরা কোথাও নিয়ম ভেঙেছে কিনা, তা খতিয়ে দেখার জন্য লেফটেন্যান্ট জেনারেল আয় উইনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর রয়টার্স।

মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের ফেসবুক পেজে শুক্রবার ওই তদন্তের তথ্য প্রকাশ করা হয়।

তবে এতে তিনি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর ওই অভিযান বৈধ ছিল বলে মন্তব্য করেছেন।

সেনা অভিযান শুরুর পর থেকে গত দেড় মাসে দেশটি থেকে প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে বহু নারী তাদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন এবং প্রত্যক্ষদর্শীরা রাখাইনে হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেয়ার বর্ণনা দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে সমন্বিত হামলার পর সেনাবাহিনী ওই অভিযান শুরু করে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের একটি দলকে দায়ী করে আসছে মিয়ানমার সরকার।

সূত্র: দৈনিক যুগান্তর

Exit mobile version