parbattanews

রোহিঙ্গা নিয়ন্ত্রনে ‘আমরা কক্সবাজারবাসী’র মানববন্ধন

রবিবার( ১৫ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, আমরা কক্সবাজারবাসী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার( ১৫ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, রোহিঙ্গাদের নির্দিষ্ট জায়গায় কাঁটাতারের বেষ্টনী দ্বারা নিয়ন্ত্রণে রাখতে হবে। শহরে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

তারা বলেন, দেশীয় দালাল কর্তৃক তাদের স্থান দেয়া, তাদের আইডি কার্ড দিয়ে তার মাধ্যমে বিভিন্ন জেলায় তাদের পাসপোর্ট করা ঠেকাতে হবে। কিছু এনজিও রোহিঙ্গাদের সেবার নামে তাদের উসকানী দিয়ে, রোহিঙ্গাদের এই দেশে স্থায়ীভাবে রেখে দেয়ার যে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

কক্সবাজারের সর্বস্তরের মানুষ প্রতিবাদ সমাবেশে যোগদান করেন। এতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Exit mobile version