parbattanews

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে অস্ত্রসহ আটক ২

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার সাথে জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এ সময় তাদের কাছ থেক একটি দেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১১ জনকে আটক করেছে ক্যাম্প প্রশাসন।

শনিবার দুপুর আড়াইটায় উপজেলা ৪নং রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া ক্যাম্পের মসজিদ কোবা’র সামনে মুছড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, একই ক্যাম্পের ছাব্বির আহমদের ছেলে আবুল কালাম আবু (৩৪) ও সৈয়দ আনোয়ারের ছেলে মো. নজিম উদ্দিন (৩৫)। এপিবিএন ১৪ এর অধিনায়ক এএসপি নইমূল হক বলেন, ধৃতদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের নিজ অফিসে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

Exit mobile version