রোহিঙ্গা প্রত্যাবাসনে এবার অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ


মিয়ানমারের জাতিঘত নিধনে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এবার অস্ট্রেলিয়া সরকারের সমর্থন চাইলো বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠকে এ সমর্থন প্রত্যাশা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে জুলিয়া নিবলেটের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ায় চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরণের দাবানল জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি।
ড. মোমেন বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট এ বিষয়গুলো তার সরকারের কাছে পৌঁছাবেন বলে আশ্বাস দিয়েছেন বলে মন্ত্রী জানান।