রোহিঙ্গা প্রত্যাবাসন: টেকনাফে পৌঁছেছে মিয়ানমারের প্রতিনিধি দল

fec-image

কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে যাচাই-বাছাই করতে আসা মিয়ানমারের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে নাফ নদী হয়ে টেকনাফ স্থলবন্দর জালিয়াপাড়ার ট্রানজিট জেটিতে এসে পৌঁছান দেশটির প্রতিনিধি দলটি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল তাদের স্বাগত জানানো হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের কাছে বাংলাদেশ রোহিঙ্গাদের যে তালিকাটি পাঠিয়েছিল তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলটি আরআরআরসির সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি টেকনাফ স্থলবন্দরে তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।

তিনি জানান, প্রতিনিধি দলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। সকালে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বন্দর বিশ্রামাগার চত্বরে নিয়ে আসা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৫ নভেম্বর এবং ২০১৯ সালের ২২ আগস্ট দুই দফায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার সরকারের নির্যাতন ও নিপীড়নের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত আছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, মিয়ানমার, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন