রোহিঙ্গা বিষয়ক মামলা: সাক্ষী সুরক্ষা আইন চূড়ান্তকরণ প্রক্রিয়াধীন আছে

fec-image

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অফিস অব দ্যা প্রসিকিউটর তদন্ত করছে। অফিস অব দ্যা প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত সাক্ষী সুরক্ষা প্রটোকল বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত গ্রহণ করে চূড়ান্তকরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান একথা জানান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খান আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। এই সফরকালে তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।’

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করার প্রস্তাব দেন। এরই ফলশ্রুতিতে বুধবার ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যৌথভাবে উপস্থাপিত “মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি” শীর্ষক একটি রেজ্যুলেশন জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন