parbattanews

টেকনাফে রোহিঙ্গা যুবকের হাতে রোহিঙ্গা খুন: ঘাতক আটক

কক্সবাজারের টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাওনা টাকার জের ধরে এক রোহিঙ্গার দার কোপে অপর রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পের নারী বান্ধব কেন্দ্রের পেছনের দোকানে বসে এই ঘটনা ঘটে।

জানা যায়, বি-২ ক্যাম্পের আলী আহমদের স্ত্রী বোন হাছিনার বাড়িতে বালুখালী ক্যাম্প হতে বেড়াতে আসা মো. আলমের পুত্র আবু তৈয়ব (৩৫) কয়েকজন লোকের সাথে বসে আলাপ করছিল। সে সময় ডি-৩ ব্লকের রশিদ আহমদের পুত্র ছৈয়দুল আমিন (৩০) একটি ধারালো দা নিয়ে পেছন থেকে এসে গলার পেছনে উপরাংশে স্বজোরে কোপ মেরে রক্তাক্ত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় উপস্থিত রোহিঙ্গারা ধাওয়া করে ঘাতক ছৈয়দুল আমিনকে ধরে ফেলে এবং রক্তাক্ত আবু তৈয়বকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ১২০০ টাকাকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তারা।

এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসি নাজমুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে স্থানীয় রোহিঙ্গাদের হাতে ধৃত ঘাতক রোহিঙ্গাকে ক্যাম্প ইনচার্জের অফিসে নেওয়া হয়েছে বলে জাানা গেছে।

এই বিষয়ে হোয়াইক্যং ফাড়ির আইসি নাজমুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version