রোহিঙ্গা শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে ভাটিকানের মানব উন্নয়ন মন্ত্রী


ভাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহামান্য কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি, এসজে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। তাঁর সফরের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে — “Raising Hope to Foster a Culture of Care”, অর্থাৎ “যত্নের সংস্কৃতি গড়ে তুলতে আশা জাগানো”।
এই সফরের মাধ্যমে পোপ লিও চতুর্দশ বাংলাদেশের জনগণের সঙ্গে গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছেন।
সোমবার (৩ নভেম্বর) কার্ডিনাল চের্নি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৪, ৪ এক্সটেনশন ও ক্যাম্প ১৯ পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থী, পথশিশু ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের জীবনযাপন, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি ধারণা নেন।
তিনি কারিতাস বাংলাদেশের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং প্রটেকশন, ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) এবং শেল্টার কার্যক্রমের অগ্রগতি, প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন ফাদার যোসেফ সাভারিমাথু (কার্ডিনালের সেক্রেটারি), ফ্রান্সেসকা ডোনা (ভাটিকানের সার্বিক মানব উন্নয়ন মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের সমন্বয়ক) এবং আর্চবিশপ কেভিন এস. র্যান্ডেল (বাংলাদেশে ভাটিকানের রাষ্ট্রদূত)। উপস্থিত ছিলেন মোঃ আল ইমরান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ক্যাম্প ইন চার্জ (ক্যাম্প ১৯), কারিতাস বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পোপ লিও চতুর্দশের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন, যাতে ভবিষ্যতে এই সকল মানবিক সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়া যায়।

















