রোহিঙ্গা শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করলো ১৪ এপিবিএন

fec-image

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগে রোহিঙ্গা শিশুদের মাঝে জুস, চকলেট সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পালন করলো ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ এপিবিএন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার ওয়ালা পালং পুলিশ ফাঁড়ির আওতাধীন টুয়েন্টি এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে তা পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাঈমুল হক পিপিএম, তার সহধর্মিনী রেহানা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ( ক্যাম্প কমান্ডার লম্বাশিয়া ক্যাম্প), অতিরিক্ত পুলিশ সুপার পিযুস চন্দ্র দাস (ক্যাম্প কমান্ডার নৌকার মাঠ পুলিশ ক্যাম্প), সহকারী পুলিশ সুপার এমরানুল হক মারুফ (বালুর মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার), সহকারী পুলিশ সুপার আবু হাসান (ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার), মোহাম্মদ শাকিল হাসান (মধুর ছড়া পুলিশ ক্যাম্প কমান্ডার) সহ আরো অনেকে।

এব্যাপারে ১৪ এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক বলেন ” শিশুরা স্বর্গীয়। তাদের ভেতর কোন ভেদাভেদ নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। রোহিঙ্গাদের এর ভেতর অপরাধ নিয়ন্ত্রণে আমরা রোহিঙ্গাদের সাথে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমাদের ব্যাটালিয়ন প্রায়ই রোহিঙ্গা শিশুদের মাঝে খাবার-দাবার সহ বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ গ্রহণ করে থাকে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের সামাজিক কর্মসূচি অনেক কার্যকর। বিশেষ করে শিশুদের মনে এ ধরনের কর্মসূচি অনেক ভালো প্রভাব ফেলে। “

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন