parbattanews

রোহিঙ্গা সেবার টাকার ২৫ ভাগ হোস্ট কমিউনিটির জন্য ব্যয়ের দাবিতে মানববন্ধন

২৫ ভাগ টাকা হোস্ট কমিউনিটির জন্য ব্যয়ের দাবিতে 'আমরা কক্সবাজারবাসী' এর মানববন্ধন

রোহিঙ্গা সঙ্কট নিরসনে পাওয়া টাকার ২৫ ভাগ টাকা হোস্ট কমিউনিটির জন্য ব্যয় না করে কক্সবাজার প্রশাসন লুটপাট করার অভিযোগ এনে তার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘আমরা কক্সবাজারবাসী’ নামের একটি সংগঠন’।
জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলিমুল্লাহ।
সাবেক পৌর সভা চেয়ারম্যান নুরুল আবছার মানববন্ধনে বলেন, এনজিওরা প্রশাসনের কর্তাদের সাথে নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছে। রোহিঙ্গা সেবার নামে এনজিওরা আমাদের সমাজও পরিবেশ কলুষিত করছে। এগুলো কড়ায় গণ্ডায় হিসাব নেয়া হবে। আপনাদের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনগন তুমুল আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন তিনি।
এতে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন সময়ের জয়বাংলা বাহিনীর প্রধান কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহজাহান, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী ও সাংবাদিক মুহসীন শেখসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ।
Exit mobile version