parbattanews

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ১২ দোকান ও বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৭টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান চমং মারমা জানান, রাত ১২টার দিকে হঠাৎ করে বাজারে আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ে। এসময় দমকল বাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা বাবলু বড়ুয়া, জাহাঙ্গীর আলম ও থুইকঅং মারমা জানান, অগ্নিকাণ্ডে বাজারের ৭টি দোকান ও একটি ঘরে নগদ টাকাসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উচিং মারমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় রাসেলের মুরগির দোকানে ইলেক্সট্রনিক্স শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।

Exit mobile version