parbattanews

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবানের রোয়াংছড়িতে চিনি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত জীবন তঞ্চঙ্গ্যা, নিরন তঞ্চঙ্গ্যা, উদার জয় তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, ইন্দু কুমার তঞ্চঙ্গ্যা, রুপায়ন তঞ্চঙ্গ্যা, সন্তু তঞ্চঙ্গ্যা এর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াচ, লবন, আলুসহ নিত্য প্রয়োজন দ্রব্যাদি, প্রতি পরিবারকে কম্বল ৩টি ও ৪ হাজার টাকা করে সমাজ সেবার অর্থায়নে নগদ অর্থ ও খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রোয়াংছড়ি উপজেলা ৩নং আলেক্ষ‍্যং ইউনিয়নে ২নং ওয়ার্ড চিনি পাড়ায় দুর্গম পাহাড়ের এলাকার গিয়ে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান অনুপম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আলেক্ষ‍্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, ইউপি সদস্য যুদ্ধ সেন তঞ্চঙ্গ‍্যা, সমাজ সেবা অধিদপ্তরে কর্মী লিলিপ্রু চৌধুরী।

Exit mobile version