রোয়াংছড়িতে অসহায়দের বাড়িতে ত্রাণ পৌঁছে দিলেন অব: সেনাবাহিনী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বান্দরবানের রোয়াংছড়িতে বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন ১শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন সেনাবাহিনী অবসর প্রাপ্ত ও রোয়াংছড়ি রিক্রইংক্ষ্যং সমিতির সভাপতি মংহাইনু মারমা।
বুধবার (২৯ এপ্রিল) সকালে মংহাইনু মারমা ব্যক্তিগত পক্ষ থেকে এবং কিছু অংশ রিক্রইংক্ষ্যং সমিতি মিলে বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে ত্রাণ সামগ্রীগুলো গরিব ও অসহায়দের হাতে তুলে দেন।
ইতোপূর্বে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ও ত্রাণ সামগ্রী দু:স্থদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছিলো।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার উহ্লাসিং মারমা, বাজার সভাপতি দ্বীপক ভট্টাচার্য, কোয়াইপ্রুঅং মারমা, নুথোয়াইচিং মারমা, হ্লাসিংচিং মারমাসহ আরো অনেকে।