parbattanews

রোয়াংছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর

bandarban-pic-29-10

নিজস্ব প্রতিনিধি:

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া নতুন এ্যাম্বুলেন্সটি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। শনিবার স্থানীয় রাজারমাঠে এ্যাম্বুলেন্সটি সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ অং সুই প্রু’র নিকট হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ পৌর মেয়র মো. ইসলাম বেবী, রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লা থোয়াই হ্রী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান সদর থেকে মাত্র ২০ কিলোমিটার দুরে রোয়াংছড়ি উপজেলা। এটি জেলার সবচেয়ে কাছের উপজেলা। দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এ্যাম্বুলেন্সের অভাবে ইমারজেন্সী কোন রোগীকে সদর হাসপাতালে নিয়ে আসতে রোগীদের পড়তে হয়েছে চরম দূর্ভোগে। দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় নতুন এ্যাম্বুলেন্সটি পেয়ে উপজেলাবাসী খুব খুশি।

Exit mobile version