parbattanews

রোয়াংছড়িতে করোনা ভাইরাসে পজিটিভ শনাক্ত

বান্দরবানের রোয়াংছড়িতে আলেক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড মংপ্রু পাড়া বাসিন্দা এক মহিলা চিংম্রানু মারমা (৫৩) নামে এক মহিলা করোনা ভাইরাসে পজিটিভ পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার জেলা সদর বড় বাজার এলাকার বাসিন্দা চিংম্রানু মারমা এর ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন। ছোট বোনের বাড়িতে দুই এক মাস থেকে চলতি মাসের (১৭ মে ২০২০) নিজ বাড়িতে ফিরে আসেন। রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খবর পেয়ে গত ১৯ মে স্বাস্থ্য কর্মীর দল নিয়ে তাদের (চিংম্রানু মারমা) বাড়িতে গিয়ে পরিবারে চিংম্রানু মারমা, চিংম্রানু মারমা এর স্বামী এবং মেয়ে সহ ৩জন থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়।

পরীক্ষা শেষে মঙ্গলবার ৮দিন পর পরীক্ষার ফলাফলে চিংম্রানু মারমা করোনা ভাইরাসের আক্রান্ত রিপোর্ট আসে। এই করোনা আক্রান্ত খবর শুনে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু মারমা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। কিন্তু তিনি বর্তমানে সুস্থ অবস্থায় আছে। তাদের পরিবারকে আগে থেকে হোম কোয়ারেন্টিনে রাখা আছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে পরীক্ষা ফলাফল পেয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি যারা রোগীর সংস্পর্শে হয়েছে তাদেরকে লকডাউনে আওতায় আনা হবে। আরও যাতে না ছড়ায় কঠোর পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version