parbattanews

রোয়াংছড়িতে কাঞ্চনজয় ও বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হলো

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের আতঙ্কের কারণে বান্দরবানের রোয়াংছড়িতে জীবাণুমুক্ত করতে বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা ও ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার উদ্যোগে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় রোয়াংছড়ি বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

সোমবার সকাল (৩০ মার্চ) জীবাণু নাশক স্প্রে ছিটানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা মংশৈনু মারমা।

এছাড়া রোয়াংছড়ি উপজেলা হল রুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যের সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা,লুপ্রম্র মারমা,মো: খলিল সহ আরো অনেকে।

Exit mobile version