parbattanews

রোয়াংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসকারি, এনজিও প্রতিষ্ঠানসহ অনুষ্ঠান এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনটি উপলক্ষে সকাল ৯টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু করেন।

পরে রোয়াংছড়ি উপজেলার প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা ও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

শনিবার(১৭মার্চ) সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলার পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা।

এছাড়া উপজেলার প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version