রোয়াংছড়িতে এমএলপি নেতাকে গুলি করে হত্যা
বান্দরবানে খুনোখুনি মাস খানেক বন্ধ থাকার পর এবার রোয়াংছড়িতে খুন করা হলো মগ লবারেশন পার্টির (এমএলপি) এক নেতাকে। তিনি এর আগে জেএসএস করতো।
মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের থোয়াই অংগ্য পাড়া ২নং ওয়ার্ডে খুনের ঘটনাটি ঘটে। খুন হওয়া ব্যক্তির নাম অংসিংচিং মারমা(৪২)। তিনি ওই এলাকার মং প্রু থুই মারমা’র ছেলে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানান, সোমবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নেওয়ার পর মঙ্গলবার হাত বাঁধা অবস্হায় তার বাড়ি থেকে ১ কিলোমিটার উত্তরে একটি ঝিরির পাশে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ভোররাতে অন্ত্রধারী সন্ত্রাসীরা পাড়ায় গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কিছু দূর নেয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে জনসংহতি সমিতির নেতারা হত্যাকাকাণ্ডের জন্য মগ লিবারেশন পার্টি’কে দায়ী করেছে।
প্রসঙ্গত, বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টি মধ্যে আধিপাত্যের দ্বন্দ্বে বিগত তিন মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন খুন হয়েছেন।