parbattanews

রোয়াংছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে পতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ইতোপূর্বে রোয়াংছড়ি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল রুপের চিত্রাংক প্রতিযোগিতা ও মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে ডিজিটাল বিষয়ে প্রদর্শনী করা হয়।

এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, একটি বাড়ি একটি খামার সমন্বয়ক সুফল চাকমা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারি প্রোগ্রামার সৌরভ চক্রবর্তী।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চেয়ারমান চহাইমং মারমা।

Exit mobile version