parbattanews

রোয়াংছড়িতে দিনব্যাপী ই-সেবা বিষয়ক প্রশিক্ষণ

rowangchari-pic-04-01

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি উপজেলায় প্রশাসনের উদ্যোগে উপজেলায় প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী ই-সেবা প্রশিক্ষণ কর্মসুচি উপজেলার মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এডিসি জেনারেল মো. মফিদুল আলম বান্দরবান অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বের সাথে তাল মিলে চলতে হবে। বিশ্বের দিকে তাকালে দেখতে প্রায় আমরা এখনো পিছিয়ে আছি। প্রত্যেক জন সেবাদানকারীরা ডিজিটাল যুগে সুবিধা পেতে গেলে ই-সেবা ও ইন্টারনেট ব্যবহার করা জানা প্রয়োজন। এ সমস্ত ইন্টারনেট’র বিষয়গুলো জানা থাকলে বিশ্ব হাতের মুঠোই বলেও জানান মফিদুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. দাউদ হোসেন চৌধুরী। এছাড়া প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা, তারাছা ইউপির চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, আরেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপির চেয়ারম্যান উবাপ্রু মারমাসহ প্রত্যক ইউনিয়নে উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version