parbattanews

রোয়াংছড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

বান্দরবানের রোয়াংছড়িতে সমাজসেবা অধিদপ্তর থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ শত গরীব শিক্ষার্থী, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রোয়াংছড়ি সদর, তারাছা, আলেক্ষ্যং ও নোয়াপতংসহ ৪টি ইউনিয়নের গরীব শিক্ষার্থী, প্রতিবন্ধী ও অসহায়দের দুই হাজার টাকা করে নগদ অর্থ সমাজসেবা অফিস থেকে প্রদান করা হয়।

এ সময় মানবিক সহায়তার নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগিরা বলেন, সরকার জনকল্যাণের কাজ করে যাচ্ছে। আমাদের মত অসহায়দের প্রতিনিয়ত সহযোগিতা হাত বাড়িয়েছেন। চাল, ডাল হতে শুরু করে নগদ অর্থও পেয়েছি। তাই সরকারকে সাধুবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা বলেন, প্রধানমন্ত্রী ১০টি ব্রান্ডিং এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য নিরাপত্তা। এ বিষয়কে উদ্যোগ নিয়ে জেলা কর্তৃপক্ষ সিদ্ধান্তের জেলা তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থী, প্রতিবন্ধী ও গরীব অসহায় মিলে ১শত পরিবারকে নগদ অর্থ বিতরণ করেছে।

বরাদ্দ পেলে আগামীতেও এ কর্মসূচী অব্যাহত থাকবে তিনি জানান।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version