parbattanews

রোয়াংছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংগ্রাইং উৎসব শুরু

বান্দরবানের রোয়াংছড়িতে দীর্ঘ দুই বছর পর আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান মহা সাংগ্রাইং উৎসব র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে উদযাপন শুরু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের তরুণ-তরুণীরা একত্রিত হয়ে শুভাযাত্রা অংশ নেন। পুরাতন গ্লানি মুছে ফেলে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতি বছরের ন্যায় মহা সাংগ্রাইং (বৈশাবীক) ও শুভ নববর্ষ আগমনে সুখ শান্তির কামনা করেন।

এসময় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংখিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চহাইমং মারমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উৎসব উদযাপন কমিটি সদস্য সচিব উমংনু মারমা, মংহাইনু মারমা, ক্যসাইনু মারমা । এসময় ৩শতাধিক ধর্ম প্রাণ নারী-পুরুষ সাংগ্রাইং শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

Exit mobile version