parbattanews

রোয়াংছড়িতে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা প্রকল্পের দেড় লক্ষ টাকা ব্যয়ে ৩শ কেজি মাছের পোনা ৪টি ইউনিয়নের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে । ইতোপূর্বে উপজেলা পরিষদের প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মৎস্য অধিদপ্তরের আহ্বায়ক প্রধান অতিথি লক্ষীপদ দাশ।

রোববার সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে জেলার মৎস্য কর্মকর্তা মো. এনায়েত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মৎস্য অধিদপ্তরের আহবায়ক লক্ষীপদ দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী প্রতিনিধি নেইতংবইতিং বম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, রোয়াংছড়ি ১নং সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রোয়াংছড়ি বাজার কমিটি সভাপতি দীপক ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমনজয় তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এসময় প্রধান অতিথি লক্ষীপদ দাশ উপজেলায় বিভিন্ন বাস্তবায়িত উন্নয়ন কর্মসূচিগুলো খোঁজ খবর নেন। রোয়াংছড়ি উপজেলাতে মৎস্য চাষিদের সংখ্যা উৎপাদনের বৃদ্ধি পাওয়ার কথা শুনে প্রশংসার করেন তিনি। আগামীতে আরো মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী ও উন্নতমানে মাছে চাষে উৎপাদনের বৃদ্ধি করা উপজেলা মৎস্য কর্মকর্তাকে সার্বিক সহযোগীতা প্রদানের পরামর্শ দেন।

Exit mobile version